Model Activity Task Class Ten January 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী Janurary 2022 Part-1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী Janurary 2022 Part-1


১. ঠিক উত্তর নির্বাচন করে লেখ: (১×৩)=৩


(১.১) নিচের যে প্রক্রিয়াটি প্রক্রিয়া নয় সেটি হলো-

  • ক. আবহবিকার
  • খ. নগ্নিভবন
  • গ. অগ্ন্যুদগম✓
  • ঘ. পুঞ্জিতক্ষয়


(১.২) যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখন্ডের পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুরি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে –

  • ক.অবঘর্ষক্ষয়
  • খ.দ্রবণ ক্ষয়
  • গ. জলপ্রবাহ ক্ষয়
  • ঘ.ঘর্ষণ ক্ষয়✓


(১.৩) ঠিক জোর্টি নির্বাচন করো –

  • ক. নদীর আরবিক নিম্ন ক্ষয় – প্লাবন ভূমি
  • খ. নদীর অধিক পার্শ্ব ক্ষই -গিরিখাত
  • গ. নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান – জলপ্রপাত✓
  • ঘ.নদীর উচ্চগতিতে অর্ধিক ক্ষয় কাজ – বদ্বীপ


২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :(১×২)=২

  • ২.১.১ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্ট এর সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হল -বাজাদা
  • ২.১.২নদীর ক্ষয় কার্যের ফলে নদীখাতে সৃষ্ট গর্ত হল -মন্থকূপ

২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:-। (১×৩) =৩


‘ক’ স্তম্ভ। ‘খ’স্তম্ভ
২.১.১ নদীর ১. এরিটি
ক্ষয় ,বহন
ও সঞ্চয়
২.২.২ হিমবাহের ২. ব্লো-
ক্ষয় কাজের আউট
ফলে সৃষ্টি
ভূমিরূপ
২.২.৩. বায়ুর ৩. অশ্ব
অপসারণ ‌ক্ষুরাকৃতি
রাকৃতি হ্রদ
গর্ত
উত্তর:- ১.-২ , ২.-১ , ৩. -৩

৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:-। [২×২= ৪]

  • ৩.১ মরুদ্দ্যান কিভাবে সৃষ্টি হয় ?
  • ৩.২। উচ্চ পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ – সংক্ষেপে ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ।

নিচের প্রশ্নটির উত্তর দাও :-। [৩×১=৩]

  • ১. মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় উল্লেখ করো ।


৫. নিচের প্রশ্নটির উত্তর দাও:-। [৫×১=৫]

  • ১. ঝুলন্ত উপত্যকা ও রক্ষে মতানে সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও ।

প্রশ্ন:- মরুদ্দ্যান কিভাবে সৃষ্টি হয় ?


উত্তর:-অনেক সময় মরু অঞ্চলের দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয় কার্যের ফলে বিরাট এলাকা জুড়ে বালি অপসারিত হতে হতে অবনত অংশটির গভীরতা ভূগর্ভের জল স্তর পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে সেখানে তখন সহজে জল এর সন্ধান পাওয়া যায় এবং নানা ধরনের গাছপালা জন্মায়।
এইভাবে মরুভূমির মাঝে গাছপালায় ঢাকা যে সবুজ ভূমিটি গড়ে ওঠে তাকে মরুদ্দ্যান বা oasis বলে।
উদাহরণ:-সাহারা মরুভূমির বুকে অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াধ এরূপ একটি মরুদ্যান।


প্রশ্ন:-উচ্চ পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ সংক্ষেপে ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ?


উত্তর:-ক্রেভাস পর্বতারোহীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ফাক করা বেশ দূর হ। কখনো পাড় ভেঙ্গে নিচে পড়ে যাওয়ায় সম্ভাবনা থাকে। শীতকালে এইফাট অনুগুলির উপরে হালকা ধূসর বা হিমানী সম্প্রপাত এর ফলে বরফ জমে। ফলে বরফ সমেত হুড়মুড়িয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং মৃতপ্রায় অবধারিত। তাই পর্বতারোহণের সময় পর্বতারোহীদের কাছে ক্রেভাস অত্যন্ত বিপদজনক
এই সকল অঞ্চলে অভিযানে গেলে পর্বতারোহীদের হিমবাহ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হয়।


প্রশ্ন:- মরু সম্প্রসারনে রোধের তিনটি উপায় উল্লেখ করো।


উত্তর:- বর্তমান সভ্যতার অগ্রগতিতে মরু সম্প্রসারনে একটি প্রতিবন্ধকতা স্বরূপ। তাই মরু সম্প্রসারন রোদ একান্ত প্রয়োজন।
মরু সম্প্রসারনে তিনটি উপায়-
১. বনসৃজন:- মরুভূমির প্রান্ত বরাবর নিবিরভাবে বনভূমি গড়ে তুলতে। গাছ মরু সম্প্রসারনে রোধ করে। এমন উদ্ভিদ রোপণ করতে হবে, যা মরু জলবায়ুর উপযুক্ত অর্থাৎ খরা সহনশীল।
২. জ্বালানি কাঠের ব্যবহার নিয়ন্ত্রণ:-মরুভূমির উদ্ভিদ সমূহকে সুরক্ষিত রাখার জন্য আলাদাভাবে জ্বালানি কাঠের চাষ তথা উৎপাদন ছাড়া বিকল্প জ্বালানির উৎস গুলি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
জল সংরক্ষণ:- রেন ওয়াটার হারভেস্টিং এবং অধিক সংখ্যায় পুকুর খননের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ ও ভৌম জল কে রিচার্জ করা, জলের বহুমুখী ও বিজ্ঞানসম্মত ব্যবহার বাড়ানোর প্রভিতির মাধ্যমে মরুভূমির প্রসার রোধ করা যায়


প্রশ্ন:-ঝুলন্ত উপত্যকা এবং রসেমতানে সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও।


উত্তর:- ঝুলন্ত উপত্যকা:- উপনদী যেমন প্রধান নদীতে এসে মিলিত হয় তেমনি হিমবাহ অধ্যুসিত অঞ্চলে অনেক সময় ছোট ছোট উপ হিমবাহ বিভিন্ন দিক থেকে এসে প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়।
ছোট-বড় সব হিমবাহই ক্ষয় কার্যের দ্বারা পৃথক পৃথক উপত্যকা বা হিমদ্রোনী গঠন করে। স্বাভাবিকভাবেই প্রধান হিমবাহে বরফের পরিমাণ অনেক বেশি থাকায় উপত্যকাটি উপ হিমবাহ উপত্যকা গুলির থেকে বেশি গভীর হয়। এই কারণে হিমবাহ সরে গেলে মনে হয় উপ হিমবাহ উপত্যকা গুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরূপ ভূমিরূপ ঝুলন্ত উপত্যকা নামে পরিচিত।
উদাহরণ:-বদ্রীনাথ এর নিকট কুবেব একটি ঝুলন্ত উপত্যকা। রসে মতানে:-হিমবাহের প্রবাহ পথে কোন কঠিন শিলাস্তূপ টিবির আকারে অবস্থান করলে হিমবাহের প্রবাহের দিকটি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় এর ফলে মসৃণ এবং বিপরীত দিকটি উৎপাটন প্রক্রিয়ায় অসমতল, ভগ্ন ও খাঁজকাটা হয়। এই প্রকার ভূমিরূপ রসে মতানে নামে পরিচিত।
উদাহরণ:-কাশ্মীরে লিডার নদীর উপত্যকায় রসেমতানে দেখা যায়।

Leave a Comment